দেশ ফের দিল্লিতে বাড়ল পেট্রল-ডিজেলের দাম Posted on June 14, 2020 Author বঙ্গনিউজ Comments Off on ফের দিল্লিতে বাড়ল পেট্রল-ডিজেলের দাম নয়াদিল্লিঃ ফের বাড়ল দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম। পেট্রলে লিটার পিছু বাড়ল ৬২ পয়সা এবং ডিজেলে ৬৪ পয়সা। এই নিয়ে রাজধানীতে পেট্রলের দাম দাঁড়াল লিটার পিছু ৭৫.৭৮ টাকা এবং ডিজেলের লিটারপিছু ৭৪.০৩ টাকা।