গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। মৃত্যু হয়েছে ৭২৪ জনের। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। দেশে বেশ কিছুটা কমল দৈনিক সংক্রমণের হার। কমল মৃত্যুর সংখ্যাটাও। পাশাপাশি ৯৭.২২ শতাংশ বড়ল সুস্থতার হারও। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন রোগী। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। এপর্যন্ত এই রোগে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জনের।