শনিবার দুপুরে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বৈঠক করার পর হেলিকপ্টারে করে সোজা বালাসোর থেকে ২০ কিলোমিটার দূরে থাকা দুর্ঘটনাস্থলে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখতে সেখানে গেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উদ্ধার কাজ কেমন চলছে সেই বিষয়েও নজরদারি চালাবেন বলে জানা গেছে।