দেশ

ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, চলল গুলি জখম ১৫

 ফের উত্তপ্ত মণিপুরে । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরেই শান্তি এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে সেই সময়েই ফের গুলি চলল মণিপুরে। ওই গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, এই গুলি চালিয়েছে কুকি বিচ্ছিন্নতাবাদীরা। এক মাস ধরে অগ্নিগর্ভ মণিপুর। সেখানে কী করে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায় তা নিয়ে আলোচনা করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য শান্তি কমিটি তৈরির কথা জানান তিনি। একইসঙ্গে কুকি বিচ্ছিন্নতাবাদী এবং অন্যদের হুঁশিয়ারিও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুরের এখনও যে সমস্ত এলাকায় উত্তেজনা আছে সেখানে নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী। তার মধ্যেই ফের সেখানে অশান্তি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইম্ফল পশ্চিম জেলার Kangchup পাহাড়ের কাছে সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা ওই গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন ১৫জন। তাঁদের ভর্তি করা হয়েছে Regional Institute of Medical Sciences (RIMS)। গ্রামবাসীরা জানান, সেখানের আবুলক এলাকায় হামলা চালানোর চেষ্টা করা হয়। গ্রামবাসীরা ওই বিচ্ছিন্নতাবাদীদের বাধা দেওয়ার জন্য চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তারপরেও ওই এলাকার অন্য একটি গ্রামে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে হামলা চালায় কুকি বিচ্ছিন্নতাবাদীরা। শনিবারের এই হামলায় আরও ৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়। জানা গিয়েছে, শুক্রবার রাতে সেখানের Phayeng এবং Kangchup Chingkhong এলাকায় মণিপুরে পুলিশ এবং আধাসেনার সঙ্গে গুলির লড়াই হয় বিচ্ছিন্নতাবাদীদের। প্রায় ৪ ঘণ্টা গুলির লড়াইয়ে পিছু হটে ওই বিচ্ছিন্নতাবাদীরা। সেই সময়েই সাধারণ গ্রামবাসীর ওপর হামলা চালায় তারা।