দেশ

দিশা দেখিয়েছে ভারত, আইআইটি পড়ুয়াদের জন্যই স্টার্ট আপ বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে, দাবি প্রধানমন্ত্রীর

স্টার্ট আপে দিশা দেখিয়েছে ভারত ৷ এখন স্টার্ট আপ হাবের বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয় স্থানে ৷ মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর কৃতিত্ব তিনি দিয়েছেন দেশের আইআইটি পড়ুয়াদের ৷ তাঁর দাবি, পড়ুয়াদের সাহায্য ছাড়া এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হত না  ৷ এদিন উত্তরপ্রদেশের কানপুরে আইআইটির ৫৪তম সমাবর্তনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, ‘‘স্বাধীনতার ৭৫তম বর্ষে আমাদের কাছে ৭৫টি ইউনিকর্ন রয়েছে ও ৫০ হাজার স্টার্ট আপ সংস্থা রয়েছে ৷ গত ছ’মাসে এর মধ্যে ১০ হাজার স্টার্ট আপ তৈরি হয়েছে ৷ ভারত এখন সারা বিশ্বে স্টার্ট আপের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ৷ আইআইটির পড়ুয়াদের সাহায্যেই এটা হয়েছে ৷’’ তিনি আইআইটি কানপুরের কথা বিশেষ করে উল্লেখ করেছেন এদিন ৷ সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া ৫জি প্রযুক্তি যে কানপুর আইআইটির আবিষ্কার, সেটাও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ ভারতের স্বাধীনতার শতবর্ষের সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের পড়ুয়াদের অনেক বড় অবদান থাকবে বলেও তিনি জানিয়েছেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, গত সাত বছরে কেন্দ্রীয় সরকার পড়ুয়াদের সুযোগ-সুবিধা বৃদ্ধের ক্ষেত্রে অনেকটাই কাজ করেছে ৷ পড়ুয়াদের আরও ভাল ভবিষ্যতের স্বার্থে তৈরি করা হয়েছে জাতীয় শিক্ষানীতি ৷