দেশ

‘গত ৫ বছরে কোনও কাজ করেননি, এটা জাদুগর ও বাজিগরের খেলা চলছিল’, কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারের পারদ ক্রমশ বাড়ছে।  রবিবার রাজস্থানের ঝুনঝুনু এলাকায় বক্তব্য রাখতে গিয়ে রাজস্থানে জাদুগর ও বাজিগরের খেলা চলছে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসের অন্দরে অশোক গেহলট ও সচিন পাইলটের দ্বন্দ্বকে কটাক্ষ করে তিনি বলেন, “একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী গেহলট স্বীকার করেছেন যে তাঁর বিধায়ক এবং প্রার্থীরা গত ৫ বছরে কোনও কাজ করেননি। কারণ রাজস্থানে তখন ‘জাদুগর’ আর বাজিগর’র খেলা চলছিল। আর এর ফাঁকে কংগ্রেস নেতারা টাকা লুটপাট করতে ব্যস্ত ছিল। যে কংগ্রেস রাজস্থানকে ধ্বংস করেছে তাদের কি এখানে ফের ক্ষমতায় আসা উচিত?” কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ কোটি কোটি মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে। জন ঔষধি কেন্দ্রে ৮০% ছাড়ে ওষুধ দেওয়া হচ্ছে। ১০০ টাকার ওষুধ পাওয়া যাচ্ছে ২০ টাকায়। এর ফলে গরিবদের মোট ১,২৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে।”