দেশ

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝেই আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই হচ্ছে কোয়াড গোষ্ঠীর বৈঠক ৷ এ কথা জানিয়ে টুইট করেছে ভারতের বিদেশ মন্ত্রক৷ বৃহস্পতিবারই ভার্চুয়াল বৈঠক হবে চারটি দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে ৷ উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অস্ট্রেলিয়া, জাপানের প্রধানমন্ত্রী ৷ এতে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রাশিয়ার ইউক্রেন আক্রমণের চেহারা প্রতিদিনই বদলাচ্ছে ৷ তার মধ্যে এই চারটি দেশের বৈঠক তাৎপর্যপূর্ণ ৷ গতকালই জো বাইডেন রাশিয়াকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে ৷ শুধু ‘বন্ধু’ দেশ ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ বিদেশ মন্ত্রকের করা টুইটারে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ মার্চ কোয়াড গোষ্ঠীর সদস্য আমেরিকার প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র সঙ্গে বৈঠক করবেন ৷” জানানো হয়েছে, এই বৈঠকে তাঁরা নিজেদের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ভাবনাচিন্তা আদানপ্রদান করবেন ৷