জেলা

ফোনে আড়ি পাতা, হুমকি সহ একাধিক ধারায় শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের

বিজেপি কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়ার অভিযোগে এবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এবং অন্য পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরেই বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।জানা গিয়েছে, আজ মঙ্গলবার তমলুক থানাতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এই মামলা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশকে হুমকি, কাজে বাধা, পুলিশের ফোনে আড়ি পাতা সহ একাধিক ধারাতে এই মামলা রুজু করা হয়েছে। এছাড়াও করোনাকে বিধিকে উপেক্ষা করে জমায়েত করার জন্য বিজেপি নেতার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু করেছে পুলিশ। আর এই অভিযোগের ভিত্তিতে মামলার তদন্ত করবে পুলিশ। প্রয়োজনে বিরোধী দলনেতাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।