ক্রাইম জেলা

জলপাইগুড়িতে বেসরকারি স্কুলে ক্লাসে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পদক্ষেপ পুলিশের

জলপাইগুড়ির নামী বেসরকারি স্কুলে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে ৷ আর এ নিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানালে ছাত্রী এবং তার মা-কে হেনস্তার অভিযোগ উঠল ৷ প্রিন্সিপাল ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ ৷ এমনকি পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আক্রান্ত ছাত্রীর মা ৷ এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকের তরফে জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, জেলা পুলিশ সুপার এবং মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তদন্তের নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি, জেলাশাসক এবং পুলিশ সুপারের অফিসেও একটি করে চিঠি পাঠিয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ৷ সেই সঙ্গে মহিলা থানাকে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে তারা ৷ তিনদিনের মধ্যে তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে সিডব্লিউসি-র তরফে ৷ আক্রান্ত ছাত্রীর মা অভিযোগ করেছেন, ঘটনাটি ঘটেছিল গত ২৩ জুন ৷ ওই ছাত্রীকে তারই ক্লাসের এক ছাত্র অশ্লীল কথা বলেন ৷ পাশাপাশি তাঁর শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করে বলে অভিযোগ ৷ ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর কথা বললে, তাকে হুমকি দেয় অভিযুক্ত ছাত্র ৷ এরপর সে ক্লাস টিচারকে বিষয়টি জানালে, তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ করা হয়েছে ৷ অভিযোগ, এরপর অভিযুক্ত ছাত্র তাকে হুমকিও দেয় ৷