কলকাতা

যোশী মঠের মতো বর্তমান অবস্থা রানীগঞ্জের: মুখ্যমন্ত্রী

যোশী মঠের মতো বর্তমান অবস্থা রানীগঞ্জের। ধস নামলে প্রায় ৩০ হাজার মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হবেন আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ১০ বছর ধরে কেন্দ্রের কাছে সেখানকার পরিস্থিতি জানিয়ে দরবার করা হয়েছে। কিন্তু কেন্দ্র টাকা দিচ্ছে না সেখানে ধস নামলে যে কোন সময় কোরিয়া মানুষ প্রাণ হারাতে পারেন।  অথচ ওই জায়গাটির ই সিএল – এর আওতাধীন। মুখ্যমন্ত্রী বলেন ১৫ বছরের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে না সেখানে কিন্তু কোন দুর্ঘটনা ঘটলে ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ! এভাবেই রানীগঞ্জ ইসুতে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে তিনি কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন ।এদিন বিচার ব্যবস্থাতে কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এক বিচারপতির নাম উল্লেখ করে তিনি বলেন, এখন বিচারপতিরা যদি রাজনৈতিক ছত্রছায়া থাকে বা পছন্দের তালিকায় থাকে তবে তাদের ভালো পদোন্নতি বা পোস্টিং হয় অন্যথায় দীর্ঘ ওয়েটিং এ থাকতে হয়। কলকাতায় দিল্লি থেকে বার অ্যাসোসিয়েশনের সদস্যদের আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় ‘আহা’ শব্দটি প্রয়োগ করতে।