দেশ

সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি মুর্মুর

ভারতের ৭৪তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি মুর্মুর। ২২ মিনিটের ভাষণে একাধিকবার রাষ্ট্রপতির মুখে শোনা গেল প্রধানমন্ত্রী মোদি এবং মোদি সরকার গৃহীত কর্মসূচির কথা। এই সরকার কী কী করেছে তার একটা তালিকা এদিন জনগণের সামনে পেশ করলেন। বোঝাতে চাইলেন, কেন্দ্রে আসীন সরকারের কাছে আগে দেশ এবং দেশের মানুষ। তাই, সরকার দেশের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক পদক্ষেপ করেছে। সেই পদক্ষেপের জন্য ভারত আজ সবদিক থেকেই আত্মনির্ভর হয়ে উঠেছে। ঢাক পেটালেন মোদি সরকারের নেওয়া বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের। ভাষণের শুরুতে হিংসা না ছাড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বলেছেন, গান্ধির পথই আদর্শ পথ। পরে ভাষণের সময় যত গড়িয়েছে রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে মোদি বন্দনা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গত বছর ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিশ্বজুড়ে যখন আর্থিক মন্দা চলছে, সেই সময় ভারত পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটা সম্ভব হয়েছে শুধু মোদি সরকার গৃহীত পদক্ষেপের দৌলতে। রাষ্ট্রপতি বলেন, এই সরকারের আমলে মহিলারা আরও বেশি স্বনির্ভর হয়েছে। মহিলাদের ক্ষমতায়নকে কেন্দ্রে আসীন শাসকদল সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখে।