দেশ

দেশিয় সমরাস্ত্র থেকে নারী শক্তি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার বার্তা

 ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আত্মনির্ভরতার আঁচ।দেশি বন্দুকের পাশাপাশি স্থান পেল যাত্রীবাহী ড্রোন । তুলে ধরা হল নারীশক্তিকে। দিল্লিতে এবারের ৭৪তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ছিল আত্মনির্ভরতার বার্তা। দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের যেমন প্রদর্শন করা হল, তেমনি তুলে ধারা হল নারী শক্তিকেও। এবার প্রথম ভিআইপি গ্যালারিতে দেখা গেল শ্রমিক থেকে শুরু করে রিকসাচালক এবং সবজি বিক্রেতাদেরও।এতদিন প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতিকে স্যালুট জানানো জন্য ২১ বার তোপধ্বনিতে ব্যবহার করা হত ব্রিটিশ আমলের ২৫ পাউন্ডার বন্দুক। এবার প্রথম ২৫ পাউন্ডারের পরিবর্তে স্থান পেল ভারতের তৈরি ১০৫ এমএমের ফিল্ডগান। আত্মনির্ভরতায় ভারতের লক্ষ্যপূরণে জন্য এই সিদ্ধান্ত বলে জানা গেছে। শুধু ফিল্ডগান নয়, দিল্লির কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কেরামতি দেখাল সম্পূ্র্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ‘প্রচণ্ড’। কুচকাওয়াজে অংশ নিতে দেখা গেল ‘এএলএইচ ধ্রুব’ এবং ‘এএলএইচ রুদ্র’ কপ্টারকেও।