সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। যেদিন প্রার্থীর নাম ঘোষণা করল বিরোধীরা, সেদিনই রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলল সরকারপক্ষও। এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দৌপদী মূর্মু, দিল্লিতে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন জেপি নাড্ডা। টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘যে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করেছেন। সেকারণেই দৌপদী মূর্মূকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছ বিজেপি সংসদীয় বোর্ড’। দৌপদী মূর্মূ পেশায় শিক্ষিকা। তিনি কাউন্সিল ও বিধায়ক ছিলেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মূর্ম।নীলকণ্ঠ সম্মানে সম্মানিত হন তিনি।এদিন দলের কার্যালয়ে বৈঠকে বসে বিজেপি সংসদীয় বোর্ড। বৈঠকে যোগ দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।