কলকাতাঃ বেসরকারি বাস অপারেটাররা ভাড়া বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে রাজ্য সরকারের কাছে। বাস সিন্ডিকেটের যুগ্ম কাউন্সিলের সাধারণ সম্পাদক জানিয়েছেন, প্রতিদিনের জ্বালানি মূল্যের জন্য টিকিট বিক্রি থেকে আগের থেকে অনেক কম রাজস্ব আসছে, যে কারণে পশ্চিমবঙ্গে যাত্রী পরিবহন ব্যবস্থা প্রাকৃতিক মৃত্যুর মুখোমুখি। তিনি বলেন, ‘এর সঙ্গে আরও খরচ রয়েছে, যেগুলি হল কর্মীদের বেতন, জীবনবিমা, রাস্তার রাজস্ব ও ব্যাঙ্কের ইএমআই।’ তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে শুধুমাত্র বাসের আসন সংখ্যা অনুযায়ী যাত্রী তোলার চুক্তি হয়েছে, যার জন্য উপার্জন মারাত্মক হ্রাস পেয়েছে। এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য যাত্রী পরিবহন ব্যবসা লাটে উঠেছে, জানিয়েছেন তপন ব্যানার্জি। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বাসের টিকিটের দাম বাড়ানো উচিত দ্রুত। অন্যথায়, বেসরকারি বাসের অপারেটররা, যারা রাজ্যে প্রচুর পরিমাণে যাত্রী পরিবহন সুবিধা সরবরাহ করে, তাদের যানবাহন রাস্তা থেকে তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।’ সরকারিভাবে জানা গিয়েছে, টিকিট বিক্রয় ও ব্যয় থেকে দৈনিক আয়ের বিশাল ব্যবধানের কারণে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি), উত্তরবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশন এবং দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন কর্পোরেশনও ভুক্তভোগী। বর্তমানে ডব্লুবিটিসি-এর শহরে ও শহরতলির ১৩৫টি রুটে বাস চলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারী বাস অপারেটর সমিতি গত সপ্তাহে রাজ্য সরকার কর্তৃক বেসরকারি যাত্রী পরিবহন ব্যবসায়ের টিকে থাকার জন্য ভাড়া বৃদ্ধিসহ তাদের দাবি-দাওয়া নিয়ে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক করে।