বিনোদন

দেশ জুড়ে আদিপুরুষের প্রদর্শন নিষিদ্ধর দাবিতে বিক্ষোভ

আদিপুরুষ নিয়ে বিতর্ক থামছেই না। ভক্তির ‘আদিপুরুষ’ এখন বিতর্কের মধ্যমণি হয়ে উঠেছে। একদিকে দেশের বিভিন্ন রাজ্যে ছবি ঘিরে ক্ষোভ বাড়ছে। এবার আদিপুরুষকে নিষিদ্ধ করতে হবে, এমন দাবিতে কুশপুতুল পুড়ল জম্মুতে। আদিপুরুষ মুক্তির পর জম্মুতে বিক্ষোভ শুরু হয়।  এমনকী গোটা দেশে প্রভাস, কৃতি এবং সইফ আলি খানের এই সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করতে হবে বলে দাবি করা হয় জোর কদমে।  যা নিয়ে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে জম্মু। প্রসঙ্গত জম্মুর আগে মহারাষ্ট্রের নালাসোপারায় একদল হিন্দুত্ববাদী প্রবেশ করেন সিনেমা হলে।  ওই সিনেমা হলে আদিপুরুষের প্রদর্শন বন্ধ করতে হবে বলে কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন হিন্দদুত্ববাদী সংগঠনের কর্মীরা। এবার সেই একই ছবি দেখা গেল জম্মুতে।

জম্মুতে ছবি নিষেধাজ্ঞার ডাক 

আদিপুরুষের উপর নিষেধাজ্ঞার দাবিতে এবার পথে নামল বজরং দল। জম্মুর রাস্তায় কুশপুতুল জ্বালিয়ে চলছে প্রতীবাদ। দেশজুড়ে প্রেক্ষাগৃহে আদিপুরুষের উপর নিষেধাজ্ঞার দাবি তুলে সোমবার জম্মুর রাস্তায় প্রতীবাদ করেছেন বজরং দলের সদস্যরা। মুখে ‘হর হর মহাদেব’ স্লোগান তুলে কুশপুতুল জ্বালিয়ে দেশের সিনেমাহল থেকে ছবিকে সরিয়ে দেওয়ার ডাক দিয়েছেন তাঁরা।

লখনউয়ে সীতার অপমানের ধ্বনি

উত্তরপ্রদেশেও চোখে পড়ল একই চিত্র। লখনউয়ের হজরতগঞ্জ বাজারে আদিপুরুষের প্রতীবাদে পথে নেমেছিলেন সমাজবাদী পার্টির কর্মীরা। ছবির পোস্টার পুড়িয়ে প্রতীবাদ দেখান তাঁরা। এদিকে রাস্তাজুড়ে প্রতিবাদী মিছিল ঠেকাতে এগিয়ে আসেন লখনউ পুলিশ। রাস্তায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জোড়ান বহু আন্দোলনকারী।

মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে হিন্দুত্ববাদী সংগঠনের হামলা

অন্যদিকে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরের নালাসোপারার এক সিনেমা হলে আদিপুরুষ চলাকালীন ঢুকে পড়েন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। স্লোগান তুলে আদিপুরুষের স্ক্রিনিং বন্ধ করতে হবে বলে দাবি করেন হিন্দুত্ববাদী সংঘটনের কর্মীরা। যা নিয়ে প্রেক্ষাগৃহ কর্মীদের সঙ্গে তাঁরা বচসায় জড়ান। ফলে সিনেমা চলাকালীনই শুরু হয় তুমুল উত্তেজনা।