দেশ

মহিলা কুস্তিগীরদের যৌন নিগ্রহের অভিযোগ বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতির বিরুদ্ধে, প্রতিবাদে ধরনা-বিক্ষোভ

বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভুষণ শরণ সিং-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। দিল্লির যন্তর মন্তর চত্বরে চলছে ধরনা বিক্ষোভ। সভাপতি পদ থেকে ব্রিজভূষণের ইস্তফার দাবিতে সরব ভারতের প্রথমসারির মহিলা কুস্তিগীরেরা। এবার, কুস্তিবীরদের অভিযোগ পেয়ে অবশেষে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। গোটা বিষয় নিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভারতীয় কুস্তি মহাসঙ্ঘ অর্থাৎ, Wrestling Federation of India-র কাছ থেকে জবাব চাইল কেন্দ্রীয় খেলমন্ত্রক। খেলমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, “ভারতীয় কুস্তি মহাসঙ্ঘের সভাপতি অক্ষয় ব্রিজভূষণ শহরণ সিং এবং বেশ কয়েকজন কোচ-এর বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং যৌন হেনস্থার অভিযোগ তুলে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছেন একাধিক অলিম্পিক এবং জাতীয় স্তরের পদকজয়ী কুস্তিবীর। নিজেদের অভিযোগের কথা জানিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেছেন তাঁরা। এবিষয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের কাছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব করেছে মন্ত্রক। পাশাপাশি, কুস্তিবীরেরা যে সমস্ত অভিযোগ তুলেছেন, সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, ব্রিজভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের কেশরগঞ্জ আসন থেকে জয়ী বিজেপি সাংসদ।