বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগে সিলমোহর দিল কেন্দ্রীয় আইনমন্ত্রক ৷ গত 6 মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি জয়মাল্য বাগচীকে বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছিল ৷ সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ৷ ফলে নিয়ম অনুয়ায়ী, 2031 সালে বিচারপতি জয়মাল্য বাগচী হবেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷ উল্লেখ্য, 2011 সালের 27 জুন তিনি কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন ৷ মাঝে 2021 সালের 4 জানুয়ারি করোনার সময় 10 মাসের জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়েছিল তাঁকে ৷ ওই বছরেই নভেম্বর মাসে ফের বিচারপতি জয়মাল্য বাগচীকে কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হয় ৷ বিচারপতি হিসাবে বিগত 13 বছরে তিনি অসংখ্য অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ৷ সেই থেকে কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে বহাল রয়েছেন জয়মাল্য বাগচী ৷ উল্লেখ্য, 2013 সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর নিয়েছিলেন বিচারপতি আলতামাস কবীর ৷ তিনিই শেষ কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া বিচারপতি ছিলেন ৷ তার 12 বছর পর আবারও কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি দেশের সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন ৷ উল্লেখ্য, 2031 সালের 25 মে বিচারপতি কেভি বিশ্বনাথন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করবেন ৷ তাঁর ছেড়ে যাওয়া আসনে প্রধান বিচারপতি হিসাবে বসবেন বিচারপতি জয়মাল্য বাগচী ৷ তবে, ওই বছরের 2 অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতি পদের দায়িত্ব সামলাতে পারবেন ৷ তারপরেই তিনি অবসর নেবেন ৷ সবদিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছিল ৷ এ দিন রাষ্ট্রপতি সেই সুপারিশে স্বাক্ষর করেছেন ৷
