দেশ পুজো

পুরীতে রথ টানার সময় চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে আহত ৫০০, আশঙ্কাজনক ৮

পুরীতে রথযাত্রা উৎসবে বড় দুর্ঘটনা। জভিড়ের চাপে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যখন বলরামের রথ তালধ্বজ টানতে শুরু করেন সাধারণ মানুষ। আহত পুণ্যার্থীদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবছরের মতো এবারও লক্ষ লক্ষ মানুষ পুরীর রথযাত্রায় রথের দড়ি টানার জন্য জড়ো হয়েছিলেন। এই দিন জগন্নাথের রথ পুরীর মন্দির থেকে আড়াই কিমি দূরে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। উৎসাহী ভক্তরা তালধ্বজ রথের দড়ি ধরতে ছুটে গেলে, ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে ৫০০জনের বেশি মানুষ আহত হন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।