বিনোদন

পুষ্পা 2 দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১, আহত বেশ কয়েকজন

আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা 2: দ্য রুল’ দেখতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন দর্শক ৷ আজ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি। জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে পুষ্পা 2-এর প্রিমিয়ার ছিল ৷ আল্লু অর্জুন রাত 10.30 নাগাদ হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে পৌঁছন। তাঁকে এক নজর দেখার জন্য ভিড় জমে যায়। আরটিসি এক্স রোডের সন্ধ্যা প্রেক্ষাগৃহের বাইরে ভিড় সামাল দিতে একসময় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এ সময় ঘটনাস্থলে হুড়োহুড়ি বেঁধে যায়। সেখানে অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে এক মহিলা ও তাঁর দুই ছেলে পড়ে যান ৷ পরে মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ তাঁর দুই ছেলে হাসপাতালে চিকিৎসাধীন৷