দেশ

বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে, যার জন্য দেশকে মূল্য দিতে হচ্ছে: রাহুল

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী শনিবার অভিযোগ করেছেন যে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে দুর্নীতির একটি স্কুল চালাচ্ছেন, যেখানে তিনি নিজেই দুর্নীতির বিজ্ঞানের বিষয়ের অধীনে অনুদানের ব্যবসা সহ প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে পড়াচ্ছেন।’ রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি কেন্দ্রীয় সংস্থার অভিযান থেকে অনুদান সংগ্রহ করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, ‘কীভাবে অভিযান চালিয়ে অনুদান সংগ্রহ করবেন? অনুদান নিয়ে চুক্তি বন্টন কিভাবে? দুর্নীতিবাজদের ধোয়ার ওয়াশিং মেশিন কীভাবে কাজ করে? তদন্তকারী সংস্থাকে রিকভারি এজেন্ট বানিয়ে জামিন ও জেলের খেলা হয় কীভাবে? রাহুল গান্ধী লিখেছেন যে ‘বিজেপি, যা দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে, তার নেতাদের জন্য এই ‘ক্র্যাশ কোর্স’ বাধ্যতামূলক করেছে, যার মূল্য দিতে হচ্ছে দেশ।’ রাহুল গান্ধীর মতে, ‘I.N.D.I.A জোট সরকার দুর্নীতির এই স্কুলটিকে তালা দিয়ে চিরতরে বন্ধ করে দেবে।’ রাহুল গান্ধী শনিবার বিহার সফরে থাকবেন এবং ভাগলপুরে একটি সমাবেশে ভাষণ দেবেন। রাহুল গান্ধীর পাশাপাশি মহাজোটের অন্যান্য নেতারাও এই সমাবেশে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে RJD নেতা এবং বিহারের প্রাক্তন ডেপুটি সিএম তেজস্বী যাদব এবং ভিআইপি পার্টির প্রধান মুকেশ সাহনি। শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদয়পুর থেকে রাজস্থানে একটি রোড শো করেছেন। এই সময়, অমিত শাহ রাহুল গান্ধীকে নিশানা করেন এবং কাশ্মীর নিয়ে তাঁর অনুমানকে কটাক্ষ করেন। অমিত শাহ বলেছেন, ‘কাশ্মীরে মেহবুবা মুফতি এবং রাহুল বাবা বলতেন, 370 ধারা তুলে দিলে সহিংসতা ছড়িয়ে পড়বে।’ অমিত শাহ কটাক্ষ করে বললেন, ‘রাহুল বাবা, পাঁচ বছর হয়ে গেল। এটা নরেন্দ্র মোদির সরকার। হিংসা বাদ দাও, ঢিল ছোড়ার সাহস কারো নেই।