আজ সকালে শিয়ালদহ-শান্তিপুর ৫৯সি রেলগেট অবরোধ। অভিযোগ, বেহাল লেভেল ক্রসিং লাগোয়া রাস্তা। মাঝেমধ্যেই ঘটছে ছোট, বড় দুর্ঘটনা। একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যার পড়ছেন স্থানীয়রা। বাধ্য হয়ে শুক্রবার সকালে রেলগেট অবরোধ করে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। সকাল পৌনে ৯টা থেকে এই অবরোধ শুরু হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে ১ ঘন্টা ১৫ মিনিট পর অবরোধ উঠে যায়। এর জেরে ডাউন লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে শান্তিপুর-শিয়ালদহ লোকাল। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।


