জেলা

তারকনগর হল্টে দীর্ঘক্ষণ রেল অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল

নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্টে রেল অবরোধের জেরে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। আজ সকাল থেকে তারকনগরে রেল অবরোধ করেন মতুয়ারা। যার জেরে গেদে রানাঘাট লাইনে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলে রেল অবরোধ। অবশেষে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।আজ সকালে মতুয়ারা গেদে রানাঘাট লাইনের তারকনগর হল্টে রেল অবরোধ করেন রেলগেট তৈরির দাবিতে। তাদের বক্তব্য, রেললাইন পারাপার হওয়ার জন্য তারকনগর হল্টের কাছে কোনও রেলগেটে ছিল না। ফলে জীবনের ঝুঁকি নিয়েই তাদের রেললাইন পারাপার করতে হতো। পরে স্থানীয়দের সুবিধার জন্য সেখানে বাঁশের রেলগেট তৈরি করা হয়েছিল। পরে অবশ্য সেই যাতায়াতের রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেয় রেল। এর ফলে রাস্তা পারাপার করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। তারই প্রতিবাদে আজ রেল অবরোধ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তাদের দাবি, অবিলম্বে রেলগেট খুলে দিতে হবে। রেলগেট না খুলে দেওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে।