বিনোদন

গ্রেপ্তার এড়াতে পুলিশকে ২৫ লক্ষ ‘ঘুষ’! রাজ কুন্দ্রার অ্যাপের ৭০টি পর্ন ভিডিও ফরেনসিক বিভাগে

 গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে মুম্বই পুলিশের হাতে। তদন্ত করতে গিয়ে নতুন করে আরও ৭০টি ভিডিওর সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলি রাজের নির্দেশেই হটশট অ্যাপের জন্য তৈরি করা হয়েছিল বলে অনুমান। কোনওটি ২০-৩০ মিনিটের। আবার তাদের মধ্যে কোনওটির দৈর্ঘ্য ঘণ্টা খানেকেরও বেশি। ছোট ছোট প্রযোজনা সংস্থাকেই ভিডিও তৈরির বরাত দিয়েছিলেন রাজ। এমনটাই অনুমান তদন্তকারীদের। সেগুলিকেই আপাতত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি, তথ্য-প্রমাণের ভিত্তিতে গোয়েন্দাদের অভিযোগ, পর্ন-কাণ্ডে গ্রেফতারির হাত থেকে রেহাই পেতে পুলিশকে ২৫ লক্ষ টাকা ঘুষও দিয়েছিলেন শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী। রাজ কুন্দ্রার আন্ধেরির অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে অপরাধ দমন শাখা। এরপরই তাঁর ৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলিতে আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা ছিল। অন্যদিকে, এই তদন্তের ভিত্তিতেই জড়িয়েছে মধ্যপ্রদেশের যশ ঠাকুর ওরফে অরবিন্দ শ্রীবাস্তব নামে আরেক ব্যক্তি। ‘হটশট’-এর মতোই ‘নিউফ্লিক্স’ নামে তাঁরও একটি অ্যাপ ছিল। তিনি যদিও এখন সিঙ্গাপুরে রয়েছেন। তবে মুম্বই পুলিশের তরফে ইতিমধ্যেই যশের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। পর্ন-কাণ্ডে অভিযুক্ত যশ ঠাকুরের ‘নিউফ্লিক্স’ কোম্পানির তরফেই গত মার্চ মাসে রাজের বিরদ্ধে পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। নিউফ্লিক্সের দাবি, মুম্বই পুলিশের এক মধ্যস্থতাকারী যশ ঠাকুরের কাছ থেকেও সমপরিমাণ অর্থ ঘুষ চেয়েছিল। এপ্রিল মাসে মেইল মারফত্‍ মুম্বই পুলিশের কাছে সেই অভিযোগও জানায় তাঁরা। যে প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে এখনও কোনওরকম সাফ মন্তব্য করা হয়নি। অন্যদিকে, ‘হটশট’-এ আপলোড করার জন্য যে ৭০টি ভিডিও তৈরি হয়েছিল, তাতে রাজ কুন্দ্রার মদতদাতা ছিলেন উমেশ কামাত। গত ফেব্রুয়ারি মাসেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।  প্রসঙ্গত, গত সোমবার পর্নোগ্রাফি মামলায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিস। তাঁকে আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁকে পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রাজ কুন্দ্রার সঙ্গে পর্নস্টারদের চুক্তি প্রকাশ্যে এসেছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, টপলেস ভিডিও-র শর্তেই রাজ কুন্দ্রার সঙ্গে চুক্তি হয়েছিল পর্নস্টারদের। কী ভিডিয়ো শ্যুট হবে, কীভাবে হবে সবই রয়েছে চুক্তিপত্রে। রাজের কোম্পানির সঙ্গে মডেলদের হওয়া চুক্তিপত্র অনুযায়ী, মডেলকে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকতে হবে। কী ধরণের ফটো এবং ভিডিও আপলোড করা হবে সেকথাও চুক্তিতে বলা ছিল। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছিল, মডেল টপলেস থাকবেন এবং তাঁদের পিছন থেকে নগ্ন দেখানো হবে। এছাড়া কতক্ষণের ভিডিয়ো শ্যুট হবে, ভিডিয়োর বিষয়বস্তু কী হবে সবই রয়েছে চুক্তিপত্রে।