“মহারাষ্ট্রের স্বার্থে” তুতো ভাই উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের ঝগড়ার অবসান হতে চলেছে। ২০০৫ সালে শিব সেনা ছেড়ে আলাদা দল গড়ার সিদ্ধান্ত নেন রাজ। দুই দশক পর ‘গৃহযুদ্ধে’র অবসান হতে চলেছে। দুজনেই মারাঠা আবেগ ও সংস্কৃতির প্রশ্নে একজোট হওয়ার বার্তা দিয়েছেন। সম্প্রতি আলাদা আলাদা ভাবে শিব সেনা নেতা উদ্ধব এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা রাজ গৃহযুদ্ধ ভুলে ঘরের ফেরার বার্তা দিয়েছেন। উভয় নেতার কথায়, মহারাষ্ট্রের ভাষাগত ও সাংস্কৃতিক স্বার্থ তাঁদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে। মহেশ মঞ্জেরেকরের পডকাস্ট চ্যানেলের সাক্ষাৎকারে রাজ বলেন, “উদ্ধব ও আমার মধ্যের ঝগড়া গৌণ-মহারাষ্ট্র এর চেয়ে অনেক বড় বিষয়। আমাদের দূরত্বের জেরে মহারাষ্ট্র এবং মারাঠি জনগণকে মূল্য চোকাতে হচ্ছে। এক হওয়া কঠিন হবে না। ইচ্ছে থাকলেই সম্ভব। এটা শুধু আমার ইচ্ছা বা স্বার্থের বিষয় নয়। আমাদের বৃহত্তর চিত্রের দিকে তাকাতে হবে। সমস্ত মারাঠি জনগণকে একত্রিত করে একটিই রাজনৈতিক দল গঠন করা উচিত।” অন্যদিকে একটি জনসভায় প্রায় একই ধরনের মন্তব্য করেছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, “আমি ছোটখাটো বিবাদ ভুলতে প্রস্তুত আছি। সমস্ত মারাঠি জনগণকে মহারাষ্ট্রের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। একটা শর্ত আছে – যখন আমরা সংসদে বলেছিলাম যে (রাজ্যের) শিল্পগুলিকে গুজরাটে স্থানান্তরিত করা হচ্ছে, যদি আমরা তখন ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে আমরা এমন একটি সরকার গঠন করতে পারতাম যা মহারাষ্ট্রের জন্য কাজ করত। আমরা বারবার পক্ষ পরিবর্তন করে চলতে পারি না– একদিন যাদের সমর্থন করব, পরদিন তাদের বিরোধিতা করব এবং এভাবে আপস করে চলতে পারে না।” একজোট হয়ে মহারাষ্ট্রের জন্য কি বার্তা দেন সেই দিকেই নজর সবার।


