দেশ

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের ব্রেন স্ট্রোক, ভর্তি হাসপাতালে

গুরুতর অসুস্থ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে বলে খবর। বর্তমানে তিনি সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (SGPGI) ভর্তি রয়েছেন। ৮৫ বছর বয়সি এই পুরোহিতের অবস্থা সঙ্কটজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।  হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আচার্য সত্যেন্দ্র দাসের ব্রেন স্ট্রোক হয়েছে। তাঁর ডায়াবিটিসের প্রবণতা রয়েছে। উচ্চ রক্তচাপের সমস্যাও রয়েছে। রবিবার তাঁকে SGPGI-তে ভর্তি করা হয়েছিল। নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে (HD) তাঁকে স্থানান্তরিত হয়েছে। এ ছাড়াও মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সত্যেন্দ্র দাসের শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।