খেলা

কুস্তিতে রুপো জিতলেন রবি কুমার দাহিয়া, ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষের কাছে হার

সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় কুস্তিগির হিসেবে অলিম্পিক্সে রুপো জিতলেন রবি কুমার দাহিয়া। দু’ বারের বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ান কুস্তিগির জাভুর উঘেবের কাছে ৫৭ কেজি বিভাগে হেরে গেলেন তিনি। টোকিও অলিম্পিক্সে এই নিয়ে ভারতের দুটো রুপো এবং সবমিলিয়ে পাঁচ নম্বর পদক। প্রথম রাউন্ডে ০-২ পয়েন্টে পিছিয়ে গেছিলেন ভারতীয় কুস্তিগিরটি। কিন্তু দারুণ ভাবে ফিরে আসেন। অবশ্য শেষ পর্যন্ত ২-৪ পয়েন্টে রাউন্ডটি হেরে যান। এরপর একেবারে ৭-২ পয়েন্টে এগিয়ে যান রাশিয়ান প্রতিযোগী। আরও দুই পয়েন্ট জিতলেও কামব্যাক করে উঠতে পারেননি রবি।