হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি’সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয় পরিচালক রেমোর। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে রেমোকে। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন।বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’ এবং ‘অ্য়া ফ্লাইং জট’ এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান। রেমো ডি’সুজা-র স্ত্রী লিজেল ডি’সুজা সংবাদমাধ্যম কে জানান, ”রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।”
Related Articles
আচমকা বুকে ব্যথা, হাসপাতালের ভর্তি এ আর রহমান
হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সুরকার এআর রহমান ৷ আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের থাউজেন্ড-লাইট অ্যাপোলো হাসপাতালে ৷ সেখানেই জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি ৷ এআর রহমানের অসুস্থতার খবরে উদ্বেগে তাঁর অগণিত অনুরাগী ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে ৷ তাঁর হার্টের অবস্থা কেমন সেই সংক্রান্ত সমস্ত পরীক্ষা […]
নাট্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত শাঁওলি মিত্র
শিল্পীর ইচ্ছেকে মর্যাদা দিয়ে সকলের অগোচরে শেষকৃত্য বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শম্ভু-কন্যা শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার দুপুরে ৩ টে ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন রাতে সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ। শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি […]
ঈদের দিনে সুখবর দিলেন সলমন খান, আগামী বছরেই আসছে ‘সিকন্দর’
প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস […]