কলকাতা

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা কলকাতা বিমানবন্দরে

দেশজুড়ে ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। এই বিশেষ অনুষ্ঠানের কথা মাথায় রেখে দেশের বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা বিমানবন্দরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দরে চেক ইন-চেক আউট, টার্মিনাল সহ বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে নিরাপত্তার কারণে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সেখানে ভিজিটর পাসও ইস্যু করা হচ্ছে না। সেই কারণে কোনও দর্শনার্থী যদি বিমানবন্দর ঘুরে দেখার জন্য যান, তবে তাদের মুখ ব্যাজার করে ফিরে আসতে হবে। বিমানবন্দর প্রবেশকারী যাত্রীদের ব্যাগও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। জানা গিয়েছে, বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় চলাচলকারী গাড়িগুলির ওপর বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কোথায় কোনও অপ্রীতিকর কোনও ঘটনা যাতে না ঘটে সেই বিষয় কড়া সতর্কতা নেওয়া হয়েছে। ব্যক্তিগত গাড়িগুলির থামিয়েও চলছে তল্লাশি। বিমানবন্দরের পার্কিং এলাকাতেও তল্লাশির জন্য বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকী ডগ স্কোয়াডকেও সেখানে নিয়ে আসা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, উভয়ের তরফে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। কলকাতা বিমানবন্দরে প্রজাতন্ত্র দিবসের কারণে আঁটোসাঁটো নিরাপত্তা। বিমানবন্দরের কর্মকর্তারা আগেই অন্তর্দেশীয় যাত্রীদের বিমানের সময়ের তিন ঘণ্টা ও আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে ৪ ঘণ্টা আগে বিমানবন্দের আসার পরামর্শ দিয়েছিল। কারণে বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের জন্য বাড়তি সময় লাগার সম্ভাবনা রয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে আগামী ৩১ জানুয়ারি অবধি বিমানবন্দরে এই বিশেষ নিরাপত্তা বজায় থাকবে। প্রত্যেকদিন কলকাতা বিমানবন্দরে অসংখ্যা কার্গো বিমান ওঠানাম করে। কার্গো বিমানের ওঠানামার এলাকাতেও নজরদারি চালানো হচ্ছে। বিধাননগর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথাভাবে বিমানবন্দের নজরদারি চালাচ্ছে।