কলকাতা

 গল্ফগ্রিনে গাছ ভেঙে মৃত্যু রিকশাচালকের

কলকাতার রাস্তায় গাছ ভেঙে প্রাণ গেল এক রিকশাচালকের। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র গল্ফগ্রিনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকাল থেকে বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে বৃষ্টি। ভিজেছে গল্ফগ্রিনও। আর তাতেই ঘটল বিপদ। বৃষ্টি থেকে বাঁচতে এদিন সকালে গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের কাছে রিকশায় বসেছিলেন অলোক কয়াল নামে রিকশাচালক। আচমকা হুড়মুড়িয়ে একটি গাছ ভেঙে পড়ে। তাতে গুরুতর জখম হন অলোক। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।