দেশ

জওয়ানদের বলিদান বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

নয়াদিল্লিঃ আজ প্রধানমন্ত্রী বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। দেশের একতা খুবই গুরুত্বপূর্ণ। ভারত শান্তি চায়, কিন্তু দরকার পড়লে এমন হামলার জবাব দিতেও প্রস্তুত আমরা। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে চিনকে এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কোরোনা পরিস্থিতি নিয়ে ১৫ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে লাদাখে শহিদদের শ্রদ্ধা জানাতে দু-মিনিট নীরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, চিনের বিরুদ্ধে লড়াই করায় আমাদের জওয়ানদের নিয়ে গর্বিত দেশ। আমাদের দেশের একতা ও সর্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ। লাদাখে সংঘর্ষের পর ইন্দো-চিন সীমান্ত নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৯ জুন বিকেল ৫টায় এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থনীতির গতিকে সচল করতে আরো আনলক এর সময়। বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউন এর বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানান, লকডাউন এর বিষয়টি আর ভাবছে না কেন্দ্র।