জেলা

সাতসকালে এসবিএসটিসি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে, আহত ২৭

সাতসকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা। ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২৭ জন। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারকে ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর সিগন্যাল পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, এদিন রামতারকে সিগন্যাল পয়েন্টের কাছে দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার পথে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে সিগনাল থাকার কারণে দ্রুতগতিতে আসা সরকারি স্টেট বাস দাঁড়িয়ে পড়ে। এসবিএসটিসি বাসের পিছনে আচমকা এসে সজোরে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে একেবারে দুমড়ে-মুচড়ে যায় তেল ট্যাঙ্কারটি। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটিও। বাসের মধ্যে থাকা যাত্রীরা দুর্ঘটনার ফলে আহত হন। তেল ট্যাঙ্কারের চালক এবং খালাসিও গুরুতর আহত হন। এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেন। পাশাপাশি তেল ট্যাঙ্কারটির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন তাঁরা। জখম যাত্রীদের ও চালক খালাসিকে উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। দুর্ঘটনার পর প্রশাসনের কাছে সিগন্যাল ব্যবস্থা ঠিক করার দাবি জানিয়ে কিছুক্ষণ রাস্তা আটকে বিক্ষোভও দেখান তাঁরা। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, এই প্রথম নয়, বারবারই দুর্ঘটনা ঘটছে এখানে। কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।