দেশ

দিল্লিতে বাজিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারে না সুপ্রিম কোর্টের

দীপাবলিতে দিল্লিতে বাজির উপর নিষেধাজ্ঞা তুলন না সুপ্রিম কোর্ট। দূষণ এড়াতে গত বছর থেকেই দিল্লিতে বাজি তৈরি, মজুত, বিক্রি এবং বন্টন নিষিদ্ধ করেছে দিল্লি সরকার । এবারও সেই নিয়ম বলবৎ রেখেছে তারা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির BJP নেতা সাংসদ মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার মামলার জরুরি শুনানি চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। সেই আবেদনই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । ১০ অক্টোবর দিল্লি সরকারের নিষেধাজ্ঞা খারিজের আবেদন জানিয়ে প্রথম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই বিজেপি নেতা। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কোনও রায় নির্দেশ দেয়নি। এরপরেই বৃহস্পতিবার জরুরি শুনানির আবেদন। যা খারিজ করে বিচারপতিরা জানান, ‘মিষ্টি কিনতে টাকা খরচ করুন, মানুষকে নিশ্বাস নিতে দিন।’ বৃহস্পতিবার বাজির উপর সমস্ত ধরনের নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করেছেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। নিষেধাজ্ঞা অমান্য করলে, কড়া শাস্তিরও বার্তা দিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী। একদিকে দীপাবলি আসছে, অন্যদিকে ঘুম উড়ছে দিল্লিবাসীর। রাজধানীতে দীপাবলি মানেই, ফি বছরে দূষণের বাড়বাড়ন্ত। তা সত্ত্বেও প্রতিবছর রাজধানীজুড়ে পোড়ানো হয় কোটি কোটি টাকার বাজি। অভিযোগ নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চলে অবাধে বাজি পোড়ানো ও বিক্রি। এবার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত ধরনের বাজি পোড়ানো, মজুত ও বিক্রির উপর জারি করা হল নিষেধাজ্ঞা। অন্যদিকে নিষেঝাজ্ঞা তোলেনি সুপ্রিম কোর্টও।