মহাকুম্ভ থেকে ফেরার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মৃত ৬ পুণ্যার্থী ৷ মধ্যপ্রদেশের সিহোরার কাছে বাস ও জিপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় আরও দু’জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁদের জব্বলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ নিহতরা সকলেই কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, তাঁরা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখান থেকে তারা জিপে করে কর্ণাটকে ফিরছিলেন। ভোর পাঁচটা নাগাদ জব্বলপুরের সিহোরার কাছে খেতোলায়, দ্রুতগামী জিপটি ডিভাইডার ভেঙে ভুল সাইডে এসে একটি বাসকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল, জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দু’জন গুরুতর আহতও হন। বাসের চালক পলাতক ৷ জব্বলপুরের কালেক্টর দীপক কুমার সাক্সেনা বলেন, “এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, দু’জন আহত।” আহতদের নাম সদাশিব ও অপলানি মুস্তাফ বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বিরূপাক্ষ, গৌমতী, ভাস্বরাজ, বলচাঁদ রাজু, সুনীল এবং বীরেন্দ্র।
