কলকাতা

আগামীকাল এস এফ আইয়ের ডাকে বিধানসভা অভিযান, ছাত্র-ছাত্রীদের ক্লাস বয়কটের ডাক

শুক্রবার ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে  এস এফ আই। হাওড়া ও শিয়ালদহ থেকে দুটো মিছিল বের হবে। ঐদিন মূলত এসএফআইয়ের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালু ও প্রাথমিক যে স্কুলগুলি রাজ্য সরকার বন্ধ করে দিচ্ছে সেই সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে ।সৃজন চক্রবর্তী এস এফ আই রাজ্য সম্পাদকের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্যের ছাত্র-ছাত্রীদের ওই দিন ক্লাসে না যাওয়ার আবেদন জানানো হয়েছে। তবে নির্ধারিত পরীক্ষা সূচি থাকলে তা বিঘ্নিত না করে সাধারণ ক্লাস বয়কট করে ছাত্রছাত্রীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে,এসএফের পক্ষ থেকে । একদিকে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে এবং অপরদিকে এসএফআই শহরের বুকে বিধানসভা অভিযান ও ছাত্র ছাত্রীদের ক্লাস বয়কট করে মিছিলে যোগ দেওয়ার আহবান জানিয়েছে দল ও হোলি উৎসব মিটে যাওয়ার পর এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই সময় কর্মব্যস্ত শুক্রবার দিনটিকে বেছে নিয়ে ফের টানা তিনদিনের রাজ্য সরকারি কর্মচারীদের কাজে না যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বন্দোবস্ত হয়েছে। এদিকে সাংবাদিক সম্মেলনে সৃজন বলেন বলেন, রাজ্য সরকার বিধান সভা অধিবেশন সময় সীমিত করে দিয়েছে। তাই বাধ্য হয়ে তারা বিধানসভা চলাকালীন এই অভিযানের ডাক দিয়েছেন।