দেশ

মাঝআকাশে দুর্ঘটনা সেনা হেলিকপ্টারে, জরুরি অবতরণ আরব সাগরে

ফের মাঝ আকাশে দুর্ঘটনার কবলে সেনা কপ্টার। হোলির দিন মুম্বইয়ের উপকূলবর্তী এলাকায় দুর্ঘটনাগ্রস্থ হল ভারতীয় নৌসেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার। তড়িঘড়ি সেটির জরুরি অবতরণ করানো হয়। আরব সাগরেই এমারজেন্সি ল্যান্ডিং হয় কপ্টারটির।তিন ক্রু সদস্য ছিলেন কপ্টারে। তিনজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভারতীয় নৌসেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সেনার অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি রুটিন টহলদারিতে বেরিয়েছিল। তারপর সেটি দুর্ঘটনার কবলে পড়ে এবং মুম্বইয়ের আরব সাগরে সেটিকে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। তিন নৌসেনা সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বায়ুসেনার পেট্রল ক্রাফ্ট এই উদ্ধারকাজ চালিয়েছে।

প্রসঙ্গত, ভারতের অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বা ALH-র পোশাকি নাম হল ‘ধ্রুব’। বর্তমানে সেনার কাছে ১৯১টি, বায়ুসেনার কাছে ১০৭ ও নৌসেনার কাছে এই ধরনের কপ্টার রয়েছে ১৪টি। সেনা ও নৌসেনা মিলিয়ে আরও ৮৪টি ‘ধ্রুব’-র অর্ডার পেয়েছে HAL। সর্বাধিক ২০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এই কপ্টারকে চালাতে প্রয়োজন হয় দুই পাইলটের। মোট ১২ জন সেনা নিয়ে উড়তে পারে এই কপ্টার। সর্বাধিক গতিবেগ নিতে পারে ঘণ্টায় ২৯২ কিমি। বর্তমানে এই কপ্টার কোনও অস্ত্র বহন করে না। তবে অস্ত্র বহনকারী ALH ‘ধ্রুব’ তৈরির পরিকল্পনা রয়েছে HAL-র।