দেশ

গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট গঠনের ঘোষণা শিবসেনার

গোয়ায় বড় ধাক্কা খেল কংগ্রেস। আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট গঠন করে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। ভোটের মুখে কংগ্রেস রীতিমতো কোণঠাসা। শুক্রবার সঞ্জয় রাউত এই ঘোষণা করতে গিয়ে বলেন, মহারাষ্ট্রের আদলে গোয়াতেও মহা বিকাশ আগাড়ি জোট গঠনের চেষ্টা চলছে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ওপর অসন্তুষ্ট হয়েই যে তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরছে, সঞ্জয় রাউতের এদিনের বিবৃতি থেকে সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেসের কাছে তাদের দাবি ছিল মাত্র ১০টি আসন।  আর সে সব আসনের দাবি করা হয়েছিল, যে সব আসনে কংগ্রেস কখনও জয়ী হয়নি। কিন্তু তারা সেই দাবি মানতে অস্বীকার করায় বাধ্য হয়েই ‘হাত’ ছাড়তে হয়েছে। শিবসেনার এই সিদ্ধান্তে গোয়ায় ঘাসফুল শিবিরের ভিত অনেকটাই যে শক্ত হল, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাদের তরফ থেকে বলা হয়েছে, গোয়ায় তৃণমূলের সঙ্গে আগেই জোট গঠন করেছে মহারাষ্ট্র গোমন্তক পার্টি। এবার সেই শিবিরে যোগ দিল শিবসেনা। আর কংগ্রেস জোট করেছে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে।