হিন্দি ভাষা বিতর্কে বিশ বছর পর এক মঞ্চে দুই ভাই ৷ মহারাষ্ট্রের সিলেবাসে হিন্দি-সহ তিনটি ভাষা বাধ্যতামূলক করার নীতি প্রত্যাহার করেছে রাজ্য সরকার ৷ এই আবহে বিজয় উৎসবের আয়োজন করে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং তাঁর তুতো ভাই রাজ ঠাকরে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা ৷ শনিবার দু’দশকের দূরত্ব ঘুচিয়ে বিজয় উৎসবের মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরলেন উদ্ধব ও রাজ ৷ এদিন এই মঞ্চ থেকে মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে কটাক্ষ করে উদ্ধব বলেন, “যে কোনও বিতর্ক বা যুদ্ধকে ছাপিয়ে মহারাষ্ট্র অনেক বড় ৷ সম্মানীয় বালাসাহেব থেকে শুরু করে আরও অনেকে আমাদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেন ৷ কিন্তু এই কাজে সফল হয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ ৷” রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, মনোমালিন্য মিটিয়ে এক হওয়ার নেপথ্যে রয়েছে মুম্বইয়ের আসন্ন পুর নির্বাচন ৷ মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরার কথাও স্পষ্ট জানিয়েছেন উদ্ধব-রাজ ৷ দু’জনেই বলেন, “আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গেই থাকব ৷” এই মঞ্চে উপস্থিত ছিলেন এসসিপি সাংসদ শরদকন্যা সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্র রাজনীতির অন্যান্য তাবড় নেতারা ৷ এছাড়া উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে এবং রাজের ছেলে অমিত ঠাকরেও উপস্থিত ছিলেন ৷ এই আবহে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে উদ্ধব বলেন, “বিজেপি বলে দেশে একটি সংবিধান, একটি প্রতীক এবং একজনই প্রধানমন্ত্রী ৷ তাদের এটাও মনে রাখা উচিত যে শুধু তেরঙাই প্রতীক, বিজেপির পতাকা নয় ৷ ওটা তো কাপড়ের টুকরো মাত্র, যা দিয়ে বাসন মোছা যায় ৷” মহারাষ্ট্র সরকার রাজ্যের স্কুলগুলিতে প্রথম শ্রেণি থেকে হিন্দি-সহ তিনটি ভাষা বাধ্যতামূলক করার চেষ্টা চালিয়েছিল ৷ কিন্তু উদ্ধবের শিবসেনা ও রাজের এমএনএস-সহ বিরোধী দলগুলির প্রবল চাপের মুখে এই নীতি প্রত্যাহার করতে বাধ্য হয় বিজেপি-এনসিপি-শিবসেনার মহাযুতি সরকার ৷ স্কুলে হিন্দি ভাষা পঠনপাঠনে মারাঠি ভাষাকে খাটো করা হচ্ছে বলে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷
