খেলা

ডাবল সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে নজির গড়লেন শুভমন গিল

ডাবল সেঞ্চুরি করে বিলেতে দর্শকদের ‘মন’ জিতলেন গিল ৷ এজবাস্টনে ইংরেজ বোলারদের শাসন করলেন ভারত অধিনায়ক ৷ সেই সঙ্গে এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম ডাবল সেঞ্চুরি করে নজির গড়লেন শুভমন গিল ৷ বুধবার যেখানে শেষ করেছিলেন, বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করেন শুভমন ৷ মধ্যাহ্নভোজের কিছু পরেই টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরানের স্বাদ পান তিনি ৷ ৩১১ বলের ইনিংসে ২টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারির সাহায্যে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার ৷ সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে এশিয়ার প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে নজির গড়েন শুভমন ৷ এর আগে ২০১১ সালে শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের ১৯৩ রান ছিল সর্বোচ্চ ৷ অধিনায়ক হিসেবে লিডসে টেস্ট অভিষেক হয় শুভমনের ৷ সিরিজের প্রথম টেস্টেই শতরান করে দারুণ শুরু করেন গিল ৷ কিন্তু অল্পের জন্য দেড়শো রান ছুঁতে পারেননি ভারত অধিনায়ক ৷ ১৪৭ রানে আউট হওয়ার পর চোখেমুখে ছিল হতাশার ছাপ ৷ কিন্তু দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির গড়েন গিল ৷ এদিন জোস টংকে ডিপ ফাইন লেগে পুল করে দ্বিশতরানে পৌঁছন ভারত অধিনায়ক ৷ সেই সঙ্গে অধিনায়ক হিসেবে মনসুর আলি খান পতৌদি, সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেন শুভমন ৷ ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক 7টি ডাবল সেঞ্চুরি রয়েছে কোহলির ঝুলিতে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগে টেস্ট ক্রিকেটকে গুডবাই জানান দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা ৷ ফলে নেতৃত্বের ব্যাটন ওঠে গিলের হাতে ৷ লিডসে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে এগিয়ে থেকেও টেস্ট হারে ভারত ৷ পাঁচ ভারতীয় ব্যাটার সেঞ্চুরি করার পরও লিডসে হারে টিম ইন্ডিয়া ৷ ব্যাট হাতে চমৎকার সেঞ্চুরি করলেও শুভমনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে ৷ তবে সেসব পিছনে ফেলে এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ইংরেজ বোলারদের শাসন করেন গিল ৷ চা-বিরতির আগেই ব্যক্তিগত আড়াইশো রানের গণ্ডিও টপকে যান তিনি ৷ সেই সঙ্গে 6 উইকেটে সাড়ে পাঁচশো রানের মাইলস্টোনে পৌঁছে যায় ভারত ৷ স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যেতে অপর প্রান্তে গিলকে সাহায্য করেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ৷ আগের দিন ৪১ রানে অপরাজিত থাকা জাদেজা এদিন হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৷ জাদেজা ব্যক্তিগত ৮৯ রানে প্য়াভিলিয়নে ফিরলেও অধিনায়ককে সঙ্গ দেন সুন্দর ৷ তবে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন তিনি ৷ ৪২ রানে রুটের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরার আগে গিলের সঙ্গে সপ্তম উইকেটে শতরানের পার্টনারশিপ গড়ে ভারতীয় ইনিংসকে ‘সুন্দর’ করেন ওয়াশিংটন ৷ তবে চা-বিরতির পর ছন্দপতন ৷ ব্যক্তিগত ২৬৯ রানে টঙের বলে পোপে হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন গিল ৷