বিনোদন

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী ঘোষ

প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী ঘোষ। বুধবার সন্ধেয় কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ময়মনসিংহে জন্মালেও তাঁর বেড়ে ওঠা এপার বাংলায়। ৪ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ শুরু। পরবর্তীতে শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শেখেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। ১৯৭০ সালে মূলত রবীন্দ্রসঙ্গীতের জগতে পা রাখেন তিনি। এছাড়াও অতুলপ্রসাদী, রজনীকান্ত-সহ অন্যান্য গানেও তাঁর সুরের মূর্ছনা সাড়া ফেলে গোটা বাংলায়। বাংলা ছেড়ে এরপর সুইজারল্যান্ডে পাড়ি দেন শিল্পী। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে ‘অন্তরা’ নামের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রথমে কোনও পারিশ্রমিক ছাড়াই রবীন্দ্রসঙ্গীত শেখানো শুরু। ধীরে ধীরে খ্যাতি ছড়িয়ে পড়তেই একাধিক শহরে তিনি পৌঁছে যেতেন রবীন্দ্রসঙ্গীত শেখাতে। চার দশকে ৬০০-র বেশি ছাত্রছাত্রীকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছেন তিনি।