বিনোদন

প্রতারণার অভিযোগে গ্রেফতার গায়ক নোবেল

আগাম অর্থ নিয়েও অনুষ্ঠানে গান না গাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ‘সারেগামাপা’ খ্যাত বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। আজ শনিবার সকালে বিতর্কিত গায়ককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারের পরেই ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জেরা করা চলছে। ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ জানিয়েছেন, ‘টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ার একাধিক অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।’ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, ‘গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি করা হয়। বিভিন্ন সময়ে অগ্রিম হিসেবে মোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু অনুষ্ঠানে না গিয়ে ওই টাকা আত্মসাত করেন তিনি। গত ১৬ মে উদ্যোক্তারা নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে মতিঝিল থানার পুলিশ। তদন্তে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে বিতর্কিত গায়ককে।’ কলকাতার একটি বাংলা চ্যানেলে রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করে প্রথমে প্রচারের আলোয় আসেন মাইনুল আহসান নোবেল। তার পর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বহুবার বিতের্কের শিরোনামে এসেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মদ খেয়ে গান গাইতে গিয়ে মারধর খান। একাধিক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।