সামনেই বড়দিন। ফেস্টিভ মুডে দেশ। আর শীতের মরশুমে বরফে ঢাকা পাহাড় মানেই পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন সিকিম। পর্যটকদের জন্য দুর্দান্ত খবর শোনাল বাংলার আলিপুর আবহাওয়া দফতর। অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘আগামী ২৩ এবং ২৪ তারিখ সিকিমের একাধিক অংশে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।’ অর্থাৎ তুষারপাতের মধ্যেই ক্রিসমাস পালন করতে পারবেন পর্যটকরা। পূর্বাভাস অনুযায়ী, বড়দিনের আগের উইকএন্ডে ২-৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা। বড়দিনেও কনকনে ঠান্ডা থাকবে পাহাড়ে ঘেরা এই পর্যটন স্থলে। জিরো পয়েন্টে শনি এবং রবিবার হিমাঙ্কের ৫-৮ ডিগ্রি নীচে নেমে যেতে পারে তাপমাত্রা। ছাঙ্গু লেক অঞ্চলের তাপমাত্রা থাকতে পারে মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। গুরুদংমার লেকে মাইনাস ৭ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পারদ। ফলে বড়দিনে কার্যত ঠকঠক করে কাঁপবে সিকিম, তা বলাই বাহুল্য। এই খবরে উচ্ছ্বসিত পর্যটকরা। আশার আলো দেখছেন সে রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা। তাদের আশা বরফ পড়ার খবর শুনে সিকিমমুখী হবেন আরও বেশি সংখ্যক পর্যটক।