কলকাতা

ডাক্তারিতে ডিপ্লোমা কোর্স, বিশেষজ্ঞ কমিটি গড়ল স্বাস্থ্য ভবন

ডাক্তারিতে তিন বছরের ডিপ্লোমা কোর্সের সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য সরকার ১৪ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করল। নবান্ন থেকে বৃহস্পতিবার রিভিউ মিটিংয়ের সময় ডিপ্লোমা কোর্সে ডাক্তারি পড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, এই বিশেষ কমিটি সেই বিষয়ে খতিয়ে দেখবে। তারপর ৩০ দিন পর তারা রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারের কাছে। এই বিশেষ কমিটিতে রয়েছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, চিকিৎসক অভিজিৎ চৌধুরী, চিকিৎসক জি কে ঢালি, চিকিৎসক মাখনলাল সাহা, চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক ইন্দ্রনীল বিশ্বাস, চিকিৎসক সুহৃতা পাল, চিকিৎসক মৈত্রেয়ী ভট্টাচার্য, চিকিৎসক রেজাউল করিম, চিকিৎসক অভীক ঘোষ। চিকিৎসকদের পাশাপশি ১৫ দিনের সময়ে নার্সদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব কিনা সেটাও খতিয়ে দেখবেন তাঁরা। বৃহস্পতিবার মিটিংয়ের সময় মুখ্যমন্ত্রী বলেন, স্যালাইন এবং অক্সিজেন দেওয়া, ওষুধ দেওয়া সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে নার্সদের বেশিদিনের প্রশিক্ষণের প্রয়োজন নেই। ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। তার ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাঁদের প্রশিক্ষণ দেবেন।