তিলজলা অপহরণকাণ্ডে সাসপেন্ড করা হল রাজ্য পুলিশের এসটিএফের এসআই সোহম বসুকে। এর আগে, তাঁকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ২৮ জুলাই তিলজলা থেকে এলাকা থেকে অপহরণ করা হয় এক ব্যবসায়ী। পরিবারের লোকেদের দাবি, এলাকার একটি রেস্তোরাঁর সামনে তাঁকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চায় তাঁরা। শেষপর্যন্ত যখন তিলজলা থানায় অভিযোগ দায়ের করা হয়, তখন দিঘা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিস। দিঘা, নরেন্দ্রপুর ও হাওড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে। পুলিশ সূত্রে খবর, অপহৃত ব্যবসায়ী ও ধৃতদের বয়ান ও মোবাইলের কল রেকর্ড থেকে এসটিএফ অফিসার সোহম বসুর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঠিক কী ভূমিকা ছিল? লালবাজারে জেরার মুখে পড়েন অভিযুক্ত।