২০০০ সালে দিল্লির লালকেল্লায় হামলা চালিয়েছিলেন। সেই জঙ্গি মহম্মদ আরিফের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল নির্বাচন কমিশন। লালকেল্লা হামলার মূল চক্রী হিসাবে আরিফকে ২০১১ সালের আগষ্ট মাসে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আাদালত। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লস্কর জঙ্গি। যদিও তার আর্জি পত্রপাঠ খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ২০০০ সালে দিল্লির লালকেল্লায় হামলা চালান লস্কর জঙ্গি মহম্মদ আরিফ। যার ফেল তিনজন ভারতীয় জওয়ান শহিদ ও একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়। সেই কাণ্ডে যুক্ত থাকার জন্য মহম্মদ আরিফকে মৃত্যুদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত। যার পাল্টা সুপ্রিম কোর্টে রিভিন পিটিশন দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানান আরিফ। যদিও তার আর্জি খারিজ করে আগের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ।