কলকাতা

আইপিএস রাজীব কুমারের সারদা যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর!

লোকসভা ভোটের আগে রাজ্য পুলিসের নয়া ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার  দাবি, ‘গ্রেফতারি এড়াতে যিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাঁকে পুরষ্কৃত করলেন সারদা কেলেঙ্কারি সবচেয়ে বড় সুবিধাভোগী’। একসময়ে কলকাতা পুলিসের কমিশনার ছিলেন। এবার রাজ্য পুলিসের শীর্ষ পদে রাজীব কুমার। কিন্তু নিয়মাফিক কেন্দ্রের কাছে তাঁর নাম পাঠানো হয়নি। সেকারণেই আপাতত ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন ১৯৮৯ সালের এই আইপিএস অফিসারকে। সূত্রের খবর তেমনই।এদিকে ২০১৯ সালে সারদা মামলায় এই রাজীব কুমারকে তদন্তের নামে সিবিআই পাঠায়। তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে।  রাজীবকে জেরা করতে যখন তাঁর বাড়িতে যান তদন্তকারীরা, তখন প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর অভিযোগ, ‘লোকসভা ভোটের আগে সারদা মামলা তদন্তে ব্যাঘাত ঘটানোর জন্যই রাজীব কুমারকে রাজ্য পুলিসের ডিজি পদে নিয়োগ  করা হল’।