খেলা

এশিয়া চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া

মার্কাস-এর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে  দ্বিতীয় ম্যাচে এশিয়া চ্যাম্পিয়ান শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে জয়ী হল গতবারের বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। মঙ্গলবার পার্থে দাসান শানাকার দলের বিরুদ্ধে ২১  বল বাকি থাকতে  সাত উইকেটে জয়ী হল অ্যারন ফিঞ্চের দল। জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়ানরা। গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পর্যুদস্ত হওয়া অস্ট্রেলিয়ার দুই ওপেনার দেখেশুনে খেলতে থাকেন। দলের ২৬ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। দলের ৬০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে আউট হন মিচেল মার্শ। ১২ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। এর পরেই ব্যাট করতে এসে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হন মার্কাস স্টইনিস। ১৭ বলে ৫টি ছয় ও চারটি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। স্টইনিসকে যোগ্য সঙ্গত করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এক প্রান্ত আগলে রেখে ৪২ বলে অপরাজিত থাকেন ৩১ রানে। এদিন পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানের মাথায় প্যাট কামিন্সের বলে সাজঘরে ফেরেন উইকেটকিপার কুশল মেন্ডিস (৫)। পাথুম নিশাঙ্কা আর ধনঞ্জয়া ডি সিলভা দ্বিতীয় উইকেটে ৫৮ বলে ৬৯ রান সংগ্রহ করে। যদিও রান ওঠার গতি ছিল অনেকটা শ্লথ। ২৩ বলে ২৬ রান করে অ্যাশটন অ্যাগারের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ধনাঞ্জয়া ডিসিলভা। তার পরে দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১৪ রানের ব্যবধানে ফিরে যান পাথুম নিশাঙ্কা (৪৫ বলে ৪০), ভানুকা রাজাপাকসে (৫ বলে ৭) এবং অধিনায়ক দাসুন শানাকা (৫ বলে ৩)। ১১১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে শ্রীলঙ্কা। যদিও ক্রিজের একপ্রান্ত আগলে থাকেন চারিথ আসালাঙ্কা। সপ্তম উইকেটে চামিকা করুণারত্নের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল  ১২৬। শেষ দুই ওভারে আসালাঙ্কা আর করুণারত্নের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ৩১ রান যোগ হয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৭ রানে শেষ হয় এশিয়া কাপ চ্যাম্পিয়ানদের ইনিংস।