কলকাতা

কলকাতায় পাওনা টাকা পেতে অপহরণ, উদ্ধার কিশোর, গ্রেফতার ৬ অভিযুক্ত

গড়িয়াহাটের পর এবার ঘটনাস্থল প্রগতি ময়দান থানা । পাওনা টাকা উদ্ধার করতে শহরে ফের অপহরণ। এবার ১৯ বছরের কিশোরকে ট্রেনে চাপিয়ে পাচার করে দেওয়ার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার ৬ অভিযুক্ত । লালবাজার সূত্রে খবর, সোমবার সকালে প্রগতি ময়দান থানায় আসেন এক ব্যক্তি। পুলিশকে তিনি জানান, সঞ্জয় রজক নামে এক ব্যক্তি তাঁর ছেলেকে অপহরণ করেছে। পাশাপাশি ফোন করে এক লক্ষ ৫ হাজার টাকা মুক্তিপণ চাইছে। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ । মুক্তিপণ সংক্রান্ত যাবতীয় ফোন নম্বর ট্র্যাকিং করা হয় ৷ সোমবার দুপুরে ফের ওই ব্যক্তিকে ফোন করে ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে হাওড়া স্টেশনে আসতে বলে অপহরণকারীরা । ততক্ষণে কলকাতা পুলিশের তরফ থেকে হাওড়া স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ প্রগতি ময়দান থানার পুলিশ এবং হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ সাদা পোশাকে ঘটনাস্থলে হাজির হয় । অপহৃত কিশোরের বাবা অপহরণকারীদের হাতে ওই টাকা তুলে দেওয়ার সময় পুলিশ অভিযুক্ত রজককে গ্রেফতার করে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সঞ্জয় রজক মূল অপহরণকারী । এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন গ্রেফতার হয়েছে ৷ সঞ্জয় ছাড়াও পুলিশ রাজেশ মল্লিক, সোনু মল্লিক এবং আরও তিন জনকে গ্রেফতার করছে ৷ ধৃতদের কাছ থেকে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।