আজ জানুয়ারি মাসের শীতলতম দিন ৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটার পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুর আবহাওয়া দফতরের তরফে ৷ বলা হয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই নারবে পারদ, ফিরবে ঠাণ্ডা ৷ সেই পূর্বাভাস অনুযায়ী সোমবার রাতে পারদ ছুঁল ১২.৪ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। নতুন সপ্তাহে নতুনভাবে শীত ইনিংস শুরু করতে চলেছে ৷ এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর ৷ ভোরের দিকে ঘন
কুয়াশার আস্তরণ থাকলেও সকাল গড়ানোর সঙ্গে তা রৌদ্রজ্বল দিনে পরিণত হবে ৷ ফলে হারিয়ে যাওয়া ঠাণ্ডা বাতাস ফের তার পুরানো ছন্দে ফিরতে চলেছে ৷ পারদের এই পতন আগামী দুই তিনদিন অব্যাহত থাকবে ৷ তবে তার হাত ধরে ঠাণ্ডা ফের জাঁকিয়ে পড়বে কি না, তার নিশ্চয়তা দিতে পারেনি হাওয়া অফিস ৷ সপ্তাহের শেষে আবারও মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷