এক মাস পর আজ থেকে খুলল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। মন্দির সূত্রে খবর, ভক্তদের জন্য সকাল ৯টা থেকে বেলা ১ টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। মন্দিরে প্রবেশ পথে নিয়ম মেনে থাকছে স্যানিটাইজার এবং থার্মাল গান। নির্দিষ্ট বাঁশের ব্যারিকেড থাকছে, সেই ব্যারিকেডের মধ্য দিয়েই মন্দিরে ঢুকবেন দর্শনার্থীরা। কিন্তু কোনো রকম জমায়েত বা বেশিক্ষণ মন্দির চত্বরে থাকতে পারবেন না ভক্তরা। ভক্তদের জন্য থাকছে একাধিক সরকারি বিধি নিষেধ।