জেলা

মেদিনীপুরে গুলি কাণ্ডে গ্রেফতার মূল দুষ্কৃতী

প্রিয়াংকা সেনগুপ্তঃ মেদিনীপুরে গুলি কাণ্ডের জেরে গ্রেফতার করা হল মূল দুষ্কৃতীকে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের। সাহসিকতার জন্য পঞ্চাশ হাজার টাকা রিওয়ার্ড পুলিশ আধিকারিকদের ।ঘটনাক্রমে বলা যায় গতকাল রাতে কুখ্যাত দুষ্কৃতী সুমন সিং ওরফে মোটা রাজা তার তিন সাঙ্গোপাঙ্গ নিয়ে একটি হোটেলে টাকা চেয়ে বন্দুক নিয়ে হুমকি দেয়। এরপর তারা মহাতাবপুর শশান ঘাটে গিয়ে শ্মশান যাত্রী এক যুবককে বন্দুক দেখিয়ে হুমকি দেয় গুলি চালায়। এরপরই ঘটনার খবর পুলিশ জানতে পেরে পরিস্থিতি নিয়ে আসতে নামে। তারা রাজাকে ধাওয়া করে বসন্তপুর জাতীয় মধ্য দিয়ে বসন্তপুরে এর কাছে গ্রেফতার করে। তাকে গ্রেপ্তার করার পর বাকি সঙ্গীর জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধেও খোঁজ তল্লাশি শুরু করে কোতয়ালী থানার পুলিশ।তাকে গ্রেফতার করে তাদের কাছ থেকে পাওয়া যায় হান্ডমেড ৯ এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ। এই দিন পুলিশ সুপার প্রেস মিট করে রাজার সম্বন্ধে বিবরণ দেয় এবং পুলিশি হেফাজতের আবেদন করবে বলে জানায় পুলিশ সুপার দিনেশ কুমার। পুলিশ সুপার দীনেশ কুমার বলেন এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে এর আগেও ২২ টি অভিযোগ ছিল। এই দিনও তারা NDPS act মামলা এবং আর arms কেস দিয়ে কোর্টে চালান করা হবে। এর আগেও এই দুষ্কৃতীকে একটি মার্ডার কেসে ধরা হয়েছিল এবং সে সম্প্রতি কোভিডের জেরে জামিনে ছাড়া পায়। যদিও পুলিশ সুপার এদিন বলেন এই রাজাকে মেদিনীপুর ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু সে নিজের পরিচয় এবং তার আতঙ্ক ছড়াতে ফের নতুন করে সন্ত্রাস সৃষ্টি করতে এই আগমন।মূলত যাতে সহজেই কোটি কোটি টাকা পাওয়া যায় সেই ফন্দিতেই হোটেলে গিয়ে মালিক কে হুমকি দেয়।এই দুষ্কৃতী কে আমরা কোর্টের কাছে আবেদন জানাব যাতে জেলেই থাকে এবং বাকি এর সঙ্গী সাথীর খুঁজে নাকা চেকিংয়ের তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে দু’ঘণ্টার মধ্যে আমাদের পুলিশ যেভাবে সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীকে গ্রেফতার করেছে তার জন্য আমরা এই পুলিশের পুরো দলকে আমরা ৫০,০০০ টাকার রিওয়ার্ড ঘোষণা করছি।